লকডাউনের মধ্যেও বসা ডুয়ার্সের হ‍্যামিল্টণগঞ্জ হাটে উপচে পড়া ভিড় ক্রেতাদের

0
28

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

গোটা দেশ জুড়ে চলছে লকডাউন । সরকার থেকে আবেদন রাখা হচ্ছে গৃহবন্দী থাকার জন‍্য, কিন্তু লক ডাউনের মধ‍্যে বিপরীত চিত্র উঠে এলো ডুয়ার্সে। এখানে প্রতি রবিবার আলিপুরদুয়ার জেলাপরিষদ নিয়ন্ত্রিত, হ‍্যামিল্টণগঞ্জ হাটে অন‍্যতম বড় একটি সাপ্তাহিক হাট বসে।

Hamilton market | newsfront.co
হ্যামিল্টণগঞ্জ হাট। নিজস্ব চিত্র

তবে লকডাউনের মধ্যেও এদিন চিত্রটা ছিল বছরের অন‍্যসব দিনের মতই। তবে ডুয়ার্সের এই হ‍্যামিল্টণগঞ্জ হাটে গেলে একদম মনে হবে না, যে ‘লকডাউন’ চলছে । এদিন এই হাট এক মেলার রূপ নিয়েছিল। কারণ হাটে এত ভিড় হয়েছিল যে, সামাজিক দূরত্ব মানার পর্যায় ছিল না বাসিন্দারা। পুরো ভিড়ে ঠাসাঠাসি ছিল হ‍্যামিল্টণগঞ্জ হাট চত্বর।

market | newsfront.co
বসেছে সাপ্তাহিক হাট। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে মিষ্টির দোকান খুললেও বিক্রি নেই হতাশ ব্যবসায়ীরা

রবিবার হ‍্যামিল্টণগঞ্জ হাটে শুধু স্থানীয়রাই নয় ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে জিনিসপত্র নিয়ে বিক্রেতারাও এসেছিল । কিভাবে এই লক ডাউনের মধ‍্যে এভাবে হাটগুলি খোলা থাকছে এবং কোনও সামাজিক দূরত্ব না মেনে ভিড় হচ্ছে এই নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

যদিও এই বিষয়ে জয়গাঁ অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব‍্যানার্জি জানান, “শুধুমাত্র অত‍্যাবশ‍্যক জিনিস পত্রের দোকান খোলা রাখার নিয়ম,তবে সামাজিক দূরত্ব বজায় রেখে। কিন্তু কেন হচ্ছে না তা খতিয়ে দেখব”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here