দেশে লকডাউন থাকা সত্ত্বেও ভিড় বাজারে, দেখা নেই প্রশাসনের

0
69

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

করোনা আতংকের জেরে দেশ জুড়ে ২১ দিনের লক ডাউন ঘোষণা প্রধানমন্ত্রীর। এরপরেই বুধবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবা‌রের সরিষা হাট, মশাট হাট বাজার, সহ একাধিক বাজারে দেখা যায় ক্রেতাদের ভিড় ।

lockdown | newsfront.co
বাজারে জমজমাট ভিড়। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লকডাউন ভেঙে কোচবিহারের রাস্তায় বিজেপি

দ‌ক্ষিন সুন্দরব‌নের কাকদ্বীপের এক সবজি মার্কেটে বি‌কিকিনি‌ জোর কদমে চল‌ছে। একেবারেই লক ডাউনকে উপেক্ষা করে খাদ্য সামগ্রী মজুদ করতে বাজারে ভিড় জমিয়েছে ক্রেতারা। একদিকে যেমন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশছোঁয়া।

market | newsfront.co
ব্যাগ হাতে ক্রেতারা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ  লকডাউনে তৎপর প্রশাসন

সেই সু‌যো‌গেই সবজি বাজার থেকে মাছ,মাংস ও মশলাপাতি ঢেলে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। যার জেরে বাজারে ভিড় হওয়ার ফলেই আতংকিত হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। এই ভিড়ের মাঝেও কাকদ্বীপ বাজা‌রে দেখা নেই কোনও পু‌লি‌শ প্রশাসনের ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here