নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মহামারী ভাইরাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষ্যে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে শুরু করে রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে সারা রাজ্যে জারি করা হয়েছে লকডাউন, এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে সচেতন করার লক্ষ্যে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে সমদূরত্ব বজায় রাখা থেকে শুরু করে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
কিন্তু লকডাউন ও সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সোমবার মেদিনীপুর জেলা শাসক দফতরে জমায়েত হলো কয়েক শত মানুষ। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -এর ঘোষণা অনুসারে প্রচেষ্টা প্রকল্পের ফর্ম জমা দিতে জেলা শাসক দফতরে বিশাল জমায়েত করেছিল সাধারণমানুষ। পরে পুলিশের হস্তক্ষেপে ফাঁকা করে দেয়া হয় জেলাশাসক দফতর।
আরও পড়ুনঃ তুফানগঞ্জের পাইকারি মাছের বাজারে ভিড়, পুলিশি নজরদারির অভাব বলে অভিযোগ
জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নির্দিষ্ট কোন সার্কুলার ছাড়া তারা ফর্ম জমা নিতে পারবেন না। অবশেষে দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা নিজের নিজের বাড়ি ফিরে যান। এমনটাই জানা যায় প্রশাসন সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584