মাঘী পূর্ণিমা পালন করতে মানুষের ঢল মুর্শিদাবাদের আজিমগঞ্জে

0
60

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

আজ মাঘী পূর্ণিমা। বিশেষত এই পূর্ণিমা প্রত্যেক বছর একবারই আসে এবং এই মাঘী পূর্ণিমা উৎসবটিকে আদিবাসী সম্প্রদায় গোষ্ঠী তারাই একমাত্র পালন করেন। এই পূর্ণিমার মূল বিষয় হলো কিছু দেবতাকে নিয়ে পুজো। তার মধ্যে প্রথমে রয়েছে সূর্য দেবতা এবং মা গঙ্গা। তারপর দেবাদিদেব মহাদেব এবং ভগবান রামকে পুজো করা অর্থাৎ মাঘী পূর্ণিমা পালন করা হয়।

Maghi Purnima
মাঘী পূর্ণিমা উপলক্ষে পুজো। নিজস্ব চিত্র

এই পুজোর কিছু নিয়মাবলী আছে যেমন আজ থেকে শুরু করে শিবরাত্রি পার না হওয়া পর্যন্ত সমস্ত আদিবাসী সম্প্রদায় গোষ্ঠী কোন রকম ভাবে কোন আমিষ জাতীয় খাদ্য তারা বাড়িতে তুলবে না এবং গঙ্গা মাকে পুজো দেবার পর সেই গঙ্গা জল আজকে তারা তাদের গৃহে নিয়ে যাবেন। সেই গঙ্গা জল শিব রাত্রির দিন তারা ভগবান শিবকে প্রদান করবেন। তারপর শিবরাত্রি পার হওয়ার পর আবার তারা পুনরায় তাদের যে খাদ্য তালিকা এবং তাদের যে নিয়মাবলী সেগুলো আবার তারা পুনরায় নিজের মতো করে শুরু করে দেন।

Ganga Puja
গঙ্গা পুজো। নিজস্ব চিত্র

এই মাঘী পূর্ণিমা পালন করতে মুর্শিদাবাদের আজিমগঞ্জে সবথেকে বেশি মানুষ আসেন ঝাড়খন্ড থেকে।জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে তাদেরকে সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যেমন তাদের মধ্যে কারোর যদি শারীরিক সমস্যা দেখা দেয় তার জন্য স্বাস্থ্য ক্যাম্প করা থেকে থাকার সুব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থাও তাদের দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দীর্ঘ সময় পর মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতির নাম ঘোষণা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here