চলছে জনতা কার্ফু, মুরগি কিনতে হুড়োহুড়ি সাধারণ মানুষের

0
31

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

রবিবার গোটা দেশ জুড়ে চলছে জনতা কার্ফু। একদিকে যখন সাধারণ মানুষ এই জনতা কার্ফুকে পুরো সমর্থন করে, কোন গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না।

chicken | newsfront.co
ব্যাগে মুরগি ভরছেন ক্রেতারা। নিজস্ব চিত্র

ঠিক তারই উল্টো চিত্র দেখা গেল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মুরালিগঞ্জ এলাকায়। এদিকে পোলট্রি চাষিদের পক্ষ থেকে গতকাল মাইকিং করা হয়েছিল যে ৫০ টাকার বিনিময়ে তিনখানা মুরগি দেওয়া হবে।

Janata Curfew | newsfront.co
দোকানে ক্রেতাদের লাইন। নিজস্ব চিত্র

এই খবর চাওর হতেই এদিন সকাল থেকে মুরগি কিনতে হুড়োহুড়ি করেন এলাকার সাধারণ মানুষ। এমনকি ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় মাংসের দোকানগুলোতেও।

আরও পড়ুনঃ  প্রশাসনের উদ্যোগে সমবায় দোকান থেকে নির্দিষ্ট মূল্যে মিলবে, স্যানিটাইজার

এ নিয়ে একজন ক্রেতা বলেই বসলেন যে, “আমি গতকাল শুনেছি যে ৫০ টাকার বিনিময়ে তিনটি মুরগি দেওয়া হবে। সেই কথা শুনেই এদিন কিনতে এসেছি। তবে এখানে এসে ভুল হয়েছে। কারন জনতা কার্ফু চলছে। তাই কিনে যত তাড়াতাড়ি পারি বাড়ি ফিরে যাচ্ছি”।

অপরদিকে পোলট্রি চাষিদের কাছ থেকে জানা গিয়েছে, “কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় গুজব রটিয়েছে যে মুরগি থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে। তাই এখন কেউ আর বেশি টাকা দিয়ে মুরগি কিনছে না। যার ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে। তার জন্যই কোন উপায় না পেয়ে আমরা কম দামে মুরগি গুলোকে বিক্রি করছি। তা না হলে মুরগি গুলোকে অবাধে মেরে ফেলতে হবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here