শ্যামল রায় বর্ধমান:
আমরা সকলেই পুকুর ভরাট করে বাড়ি তৈরির বা দোকান তৈরীর অভিযোগ উঠেছে আমরা জেনেছি। কিন্তু বর্ধমান শহরের বেহুলা নদীতে মাটি ফেলে বুঝিয়ে বাড়ি তৈরির করার ইতিহাস আমরা প্রথম দেখেছি বর্ধমান শহরের পৌর এলাকায়। বেহুলা নদীতে মাটি ফেলে বুঝিয়ে বাঁশের তৈরি বাড়ি তৈরি করার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য যেমন আছে তেমনি স্থানীয় বাসিন্দারা লিখিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে জানালেন।
জানা গিয়েছে যে বর্ধমান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের গা-ঘেঁষে সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের অধীন খাগড়া গড়ে বেহুলা নদীতে মাটি ফেলে বাঁশের তৈরি বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে স্থানীয় কিছু দালাল চক্র এই কাজে লিপ্ত হয়ে অর্থের বিনিময়ে বেহুলা নদীর জায়গা বিক্রি করে এসব কর্মকাণ্ড শুরু হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাই প্রাচীন নদী বেহুলা কে বাঁচাতে স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন।
বুধবার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের অধীন ও পৌর এলাকার গা ঘেঁষে বাদশাহী রোড কাঁটাপুকুর লক্ষীপুর মাঠ প্রভৃতি এলাকার জল নিকাশি ব্যবস্থা এই বেহুলা নদীর উপর নির্ভরশীল। এমনকি বর্ধমান পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের তথা কয়েকটি ওয়ার্ডের জল এই বেহুলানদী দিয়েই নেমে যায় অর্থাৎ বেউলা নদীতে যদি বাড়িঘর তৈরি হয়ে যায় তাহলে ব্যাপক সমস্যায় পড়বেন পৌর এলাকার বাসিন্দারা ওইসব গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।
বর্ধমান পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করেছেন যে স্থানীয় কাউন্সিলর কে বিষয়টি জানানো সত্ত্বেও উদাসীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584