স্বস্তির নিঃশ্বাস ফেললো ঝাড়গ্রামবাসী, নেই নতুন সংক্রমণ

0
41

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

স্বস্তির নিঃশ্বাস পড়ল সোমবার! নতুন সংক্রমণ নেই, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৪ জন। গত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম জেলায় লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছিল করোনা পজেটিভের সংখ্যা। সোমবার নতুন করে করোনা পজেটিভ ব্যক্তির সন্ধান না পাওয়ায় ঝাড়গ্রাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ তে।

Corona update | newsfront.co
গ্রাফিক্স চিত্র

সোমবার ২৪ আগস্ট রাজ্য স্বাস্থ্যদফতর থেকে প্রকাশিত বুলেটিনে ২৩ আগস্ট পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ১৪২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাড়ল সুস্থতার সংখ্যা! ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ২,৯৬৭, মৃত ৫৭, সুস্থ ৩,২৮৫

এমনকি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে উল্লেখ করা হয়েছে বুলেটিনে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ৫৮ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here