নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের চাঁচল-২ ব্লকে একাধিক সাব মার্সিবল পাম্প অকেজো হয়ে গিয়েছে। এর জেরে স্থানীয় বাসিন্দারা পরিস্রুত জলের অভাবে বাধ্য হয়ে দূষিত জল খাচ্ছেন। চাঁচল-২ ব্লকের গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েতের সোনারায় গ্রামে সাব মার্সিবল পাম্প কয়েক বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পাম্পটি চালু করার ব্যাপারে কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মার্সিবল পাম্প চালু হওয়ার পর বেশকিছু দিন জল সরবরাহ করা হয়। একদিন মোটর চুরি হয়ে যাওয়ায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। তাও আজ তিন বছর হয়ে গেল। এলাকায় পিএইচই’র জল সরবরাহ না থাকায় এই সাব মার্সিবল পাম্পের উপরই নির্ভর করতে হয়। কিন্তু সেটি অকেজো হয়ে যাওয়ায় বাধ্য হয়ে টিউবওয়েলের আয়রন ও আর্সেনিকযুক্ত জল পান করতে হচ্ছে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম শহরে বন্যা নিয়ন্ত্রণে ক্যানেল তৈরির কাজ পরিদর্শনে মহকুমা শাসক
ফলে অনেকেই পেটের রোগে ভুগছেন। পরিস্রুত পানীয় জলের জন্য বাসিন্দাদের দূরদূরান্তে ছুটতে হচ্ছে। বানিয়াপুকুর, এনায়েত নগর, আনন্দগঞ্জ, শান্তিপুর, চিকনি সহ আশপাশের এলাকার মানুষের একই অবস্থা। চাঁচল-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মণ্ডল বলেন, গৌড়হণ্ড ও ভাকরি গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকটি সাব মার্সিবল পাম্প অকেজো বলে শুনেছি। পাম্পগুলির অবস্থা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584