সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের ঈশ্বরীপুর ও নামখানা চতুর্থঘেরী দুটি গ্রাম।হাতানিয়া দোয়ানিয়া নদীর বাঁধ ভেঙেছে আমপানে। আপতকালিন বাঁধের কাজ হলেও তাতে সন্তুষ্ট নন এলাকাবাসী। আইলার পর আর কাজ হয়নি বাঁধের।
একাধিক ঝড় আছড়ে পরে এখানে। অথচ আজও কংক্রিট হয়নি বলে দাবি স্থানীয়দের। দায় সারা কাজ করে ইরিগেশান। বর্তমানে মাটি ভর্তি ব্যাগে বাঁশ দিয়ে জল ঠেকাচ্ছে এলাকাবাসী। বাংলাদেশি জাহাজ প্রবেশ করে হাতানিয়া দোয়ানিয়া নদীর মধ্য দিয়ে।
আরও পড়ুনঃ পরীক্ষামূলকভাবে সপ্তাহে তিনদিন করে শুরু হচ্ছে কলকাতা হাইকোর্ট
বাংলাদেশের প্রবেশ দ্বার এই স্থান। মোহনার কাছে অবস্থিত দুটি গ্রামে প্রায় দশ হাজার মানুষের বাস। সপ্তমুখী নদীর সঙ্গে হাতানিয়া দোয়ানিয়া নদীর মোহনায় এই দুই গ্রাম। যা আতঙ্কের সৃষ্টি করে রেখেছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584