প্রশাসনের উদাসীনতায় করোনা নিয়ে আতঙ্কিত বাসিন্দারা

0
31

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

একদিকে তাদের ঘরে ফেরার আনন্দ, অন্যদিকে এভাবে তাদের ফিরে আসাকে ঘিরে শহরের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে একরাশ আতঙ্ক। গত দুদিন ধরে ভিনরাজ্য থেকে বাস ভর্তি পরিযায়ী শ্রমিকদের দক্ষিণ দিনাজপুর জেলায় আসার ঢল নেমেছে। কিন্তু তাদের আসার ঢল নামলেও জেলা প্রশাসনের তরফে না আছে তাদের থার্মাল স্ক্রিনিং করার পর্যাপ্ত ব্যবস্থা, না আছে শ্রমিকদের লালারসের টেস্টের ব্যবস্থা। নানান ব্যবস্থার জেরে অনেক পরিযায়ী শ্রমিকরা নাম না লিখিয়েই বাড়ি চলে যান বলে অভিযোগ।

migrants | newsfront.co
নিজস্ব চিত্র

গতকাল বিকেলে বালুরঘাট শহরের থানা মোড়ের জনবহুল এলাকায় আচমকাই পরিযায়ী শ্রমিক ভর্তি একটি এন বি এস টি সির বাস এসে দাঁড়াতে দেখা যায়। সেই বাস থেকে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক নামেন। তার মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন। কিন্তু সেখানে তাদের কোন পরীক্ষার ব্যবস্থা করা হয়নি। তাদের নিজের গ্রামে হোম কোয়ারেন্টাইনে রাখার কোন ব্যবস্থাও করা হয়নি। ওই সব পরিযায়ী শ্রমিকদের বাস থেকে নেমে সামনের অটো স্ট্যান্ডে অটোর অপেক্ষায় বসে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে আক্রান্ত পরিবারের সদস্যদের হলো লালারস পরীক্ষা

জানা যায় তারা গুজরাটের আহমেদাবাদ থেকে ফিরে এসেছে। কোন পরীক্ষা বা কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার ব্যবস্থা না করায় বালুরঘাট শহরের বাসিন্দাদের আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রসঙ্গত, মার্চ মাস থেকে দেশে করোনা থাবা বসানোর পরও এই চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহ অবধি দক্ষিণ দিনাজপুর জেলা গ্রিন জোনে ছিল। কিন্তু ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ফেরা শুরু হতেই জেলার কুশুমন্ডিতে আসা তিন পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপরেই জেলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

অন্যদিকে চতুর্থ দফা লকডাউন শুরুর মুখে দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা পজিটিভ রোগীর সন্ধান মিললেও যে হারে পরিযায়ী শ্রমিকদের আসার ঢল নেমেছে তাতে এরপর কী হতে পারে সেই নিয়েই তারা আশঙ্কিত।সামাজিক দূরত্বের কোনো বালাই নেই রাস্তাঘাটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here