নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জেলার ‘কিডনি কাটা গ্রাম’ এর মানুষরা লকডাউনের জেরে সবচেয়ে সংকটে পড়েছেন। রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া, বাজেবিন্দোল গ্রাম,বা জালিপাড়ার অধিকাংশ মানুষেরই শরীরের একটি কিডনি নেই।
কেউ বা ভিনরাজ্যে চাকরি পাওয়ার লোভে, কেউবা নিতান্তই টাকার লোভে কয়েক বছর আগে নিজেদের শরীরের একটি কিডনি অন্য কাউকে বিক্রি করেছেন। তারপর থেকেই তাদের শরীরে বেশি পরিশ্রম সহ্য করতে পারেন না। লকডাউনে আগে কোনো মতে দিন মজুরি করে রোজগার করলেও টানা দু’মাসের বেশি সময় কাজ না পেয়ে প্রচণ্ড কষ্টে রয়েছেন তারা।
আরও পড়ুনঃ বিদ্যুতের দাবিতে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ
গ্রামের শিবেন জালি জানিয়েছেন, ‘পাশের গ্রামের এক আড়কাঠির পাল্লায় পড়ে মুম্বই গিয়ে নিজের অজান্তে শরীরের একটি কিডনি ‘খুইয়ে’ গ্রামে ফিরে এসেছি।’ সব ক্ষেত্রেই আড়কাঠিরা নিজেদের সমস্ত প্রয়োজনীয় ‘নথি’ তৈরি করে নিয়েছিলেন এদের দিয়ে। লকডাউনের সময়ে এই মানুষেরা কাজ করতে পারছেন না। কেউ তাদের ত্রাণও দিচ্ছেন না বলেও অভিযোগ। তাদের প্রার্থনা, খুব তাড়াতাড়ি লকডাউন উঠে গিয়ে স্বাভাবিক জীবনে আসুক। তাহলে নিজেদের অক্ষম শরীর নিয়ে আবার রোজগারে নামতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584