বাদুড়-মানুষের সহাবস্থান ইসলামপুরে

0
44

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ইসলামপুর থানা ও পোস্ট অফিসের সামনে বেশ কিছু উঁচু ইউক্যালিপ্টাস ও কদম গাছে বহু বছর ধরে বাসা বেঁধেছে কয়েক হাজার বাদুড়। দিনের বেলায় ওই এলাকায় গাছে বহু বাদুড় ঝুলে থাকতে দেখা যায়। সন্ধ্যা নামার ঠিক আগে আকাশে উড়তে শুরু করে হাজার হাজার বাদুড়। ভোর হতে না হতেই আবার ওই গাছগুলিতে ফিরে আসে। এই বাদুড় বাহিনী এখন এলাকার মানুষের কাছে আপনজন হয়ে উঠেছে।

Bat | newsfront.co
নিজস্ব চিত্র

বাদুড় থেকে নিপা ভাইরাসের আতঙ্কের সময়ও এলাকার মানুষ আতঙ্কিত হননি। এবার করোনা ভাইরাস সংক্রমণের সময় বাদুড় নিয়ে চর্চা শুরু হলেও এর কোনও প্রতিফলন দেখা যায়নি এই শহরের বাসিন্দাদের মধ্যে। সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা সহ অন্য দিকগুলি সবাই মেনে চলছেন।

আরও পড়ুনঃ আরো ৬ জনের করোনা সংক্রমণ মালদহে

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদুড় ও প্যাঙ্গোলিনের মধ্যে করোনা ভাইরাস আছে বলে কয়েকটি গবেষণায় জানা গিয়েছে। তবে, মানুষের মধ্যে যে করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে, তার সঙ্গে কোনও মিল নেই। মানুষের করোনা সংক্রমণে বাদুড়ের যোগ আছে এমন তথ্য প্রমাণিত নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here