নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রাজ্যে চলতে থাকা এই লকডাউনের আজ কুড়ি তম দিন। কিছু মানুষের মধ্যে এর প্রভাব খানিকটা দেখা গেলেও, বাজারগুলি দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না? করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব নিয়ে হাজারও প্রচারকে উড়িয়ে দিয়ে রীতিমতো গা ঠাসাঠাসি করে বাজারে চলছে বেচাকেনা।
সেই একই ছবি দেখা গেল ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন বাজার গুলোতে। লকডাউনের মধ্যেই কিন্তু অনিয়ন্ত্রিত যাতায়াত অব্যাহত রয়েছে জটেশ্বরে।
শনিবার জটেশ্বর বাজারে ভিড়ের ঢল দেখার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে কোনও মানুষকেই বাজার করতে দেখা যায়নি।
আরও পড়ুনঃ ভিড় এড়াতে বন্ধ ভারত-বাংলা সীমান্তের মিলনমেলা
দেশে যেখানে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সেখানে মানুষকে এখনও সামাজিক দূরত্ব এবং প্রশাসনের বার্তাকে তোয়াক্কা না করেই, একই ভাবে বাজার এবং রাস্তায় চলাচল করতে দেখা যাচ্ছে।
এই অবাধ যাতায়াত এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে বিপদ ঘনিয়ে আসতে পারে বলে অনেকেই মনে করেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584