শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
কেন্দ্রের বরাদ্দ চাল এখনও জন সাধারণের মধ্যে বিলি করা হচ্ছে না বলে অভিযোগ তুললেন বালুরঘাট লোকসভার সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। এর পাশাপাশি গরিব কল্যান অন্ন যোজনায় রাজ্যবাসী বঞ্চিত কেন? এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানতে চাইলেন বালুরঘাট লোকসভার এই সাংসদ। পাশাপাশি প্রধানমন্ত্রীকেও এই বিষয়টি অবগত করানো হয়।
এদিকে গতকালকেই মুখ্যমন্ত্রী রেশনে খাদ্য সামগ্রী দেওয়া নিয়ে বেশ কিছু অভিযোগ পাওয়ার পরই খোদ খাদ্য সচিবকে সরিয়ে দিয়েছেন। পাশাপাশি বিডিও বা তার প্রতিনিধি এবং থানার আই সি কিংবা তার প্রতিনিধির উপস্থিতিতে রেশন বিলি করবার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে এখন এটাই দেখার, কবে থেকে এই নয়া নির্দেশিকা জেলায় কার্যকর হয় ও জেলার রেশন গ্রহীতারা তাদের নায্য প্রাপ্য মতো খাদ্য সামগ্রী ও কেরসিন তেল পান। অপরদিকে এ নিয়ে বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার অভিযোগ করেন, ‘কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে এফসিআইয়ের মাধ্যমে রাজ্যে অতিরিক্ত চাল পাঠানো হয়েছে। রাজ্য সরকারের তরফে সেই চাল, রেশন ব্যবস্থার মধ্য দিয়ে জন সাধারণের মধ্যে বিলি করার কথা। সে বিষয়ে কেন্দ্রের জারি করা নির্দেশিকার কপিও পেয়েছি আমরা। কিন্তু রাজ্য সরকার এখনও ওই চাল বিলির ব্যবস্থা করেনি। কেন করছে না, তাও বুঝতে পারছি না।’
আরও পড়ুনঃ গ্রামে প্রথম করোনার বাহক পাওয়ায় রাস্তায় ব্যারিকেড প্রশাসনের
এছাড়াও তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে, এই সময় রাজনীতি না করে, মানুষের মধ্যে যে খাদ্যাভাব রয়েছে। তা মেটাতে কেন্দ্রের পাঠানো এই অতিরিক্ত চাল মানুষের মধ্যে বিলি করার ব্যবস্থা করা হোক।’এমনকি এ বিষয় জেলা খাদ্য নিয়ামক জয়ন্ত রায় বলেন, ‘এফসিআই গোডাউনে চাল মজুত রয়েছে। রাজ্য সরকার নির্দেশ দিলেই আমরা সেই চাল বিলি করব।’
আরও পড়ুনঃ নবান্নের নির্দেশে শিলিগুড়িতে লকডাউন কড়াকড়ি করতে রাস্তায় খোদ পুলিশ কমিশনার
এদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের কয়েকটি রেশন দোকানের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার ওই ব্লকের একটি রেশন দোকানকে সিলও করেছে খাদ্য দফতর। এছাড়াও ইতিমধ্যে দুর্নীতির কারবারে জড়িত থাকার দরুন দুই রেশন ডিলারকে সাসপেন্ড করেছে জেলা প্রশাসন। তবে ওই দুই দোকানের মজুত মালপত্র তুলে নিয়ে পৌঁছে দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত পার্শ্ববর্তী এক রেশন দোকানে।
এরপরই এদিন কুমারগঞ্জ ও গোপালগঞ্জের কয়েকটি রেশন দোকান পর্যবেক্ষণ করেন সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ঠিকঠাক সামগ্রী পাচ্ছেন কিনা, সে বিষয়ও রেশন ডিলারদের সঙ্গে কথা বলেন সাংসদ। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি। সাধারণ মানুষ যেন কোনও ভাবেই রেশন থেকে বঞ্চিত না হন, ডিলারদের কাছে সেই অনুরোধ করেন সাংসদ। এমনকি এই সংকট পরিস্থিতিতে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584