নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
জলঙ্গী ব্লকের ধনিরামপুর কান্দিপাড়া আইসিডিএস সেন্টারে শিশুদের অভিভাবকদের কম চাল,আলু দেওয়ার অভিযোগ উঠল এলাকায়। শুক্রবার সকালে শিশুদের অভিভাবকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেই সময় অভিভাবকরা দেখেন সরকারি নিয়ম অনুসারে যে সামগ্রী দেবার কথা, সেই মতো সামগ্রী পাওয়া যাচ্ছে না। আর তার ফলেই ব্যাপক গণ্ডগোল বাঁধে এলাকায়।

জানা গেছে প্রত্যেক শিশু প্রতি অভিভাবকদের দু কেজি করে চাল,আলু দেওয়ার কথা। কিন্তু তা না করে অভিভাবকদের হাতে দেড় কেজি করে চাল,আলু দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয় গ্রামবাসীরা। যদিও এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করলে, তাদেরকে শিক্ষিকা নিত্যবালা দাস বলেন, “যা দেব তাই খুশি করে নিতে হবে”।

আরও পড়ুনঃ সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে পুরসভার সামনে ভিড় স্থানীয়দের
অপরদিকে অভিভাবকদের দাবি যে সমস্ত সামগ্রী কম দিয়েছে, সেগুলো তাদেরকে আবার দিতে হবে। এদিকে নিত্যবালা দাসকে জিজ্ঞেস করলে বলেন,” যদি প্রমাণ হয়, যে সামগ্রী কম দিয়েছি। তাহলে পুলিশ প্রশাসন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর যে অভিযোগ করছেন তার কোনও ভিত্তি নেই। আমি দুই কিলো চাল ও আলু দিয়েছি”। পাশাপাশি খবর পেতেই ঘটনাস্থলে আসে জলঙ্গী থানার পুলিশ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584