নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় দেশে লকডাউন চলছে । এই পরিস্থিতিতে বিপিএল তালিকাভুক্তদের বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । এই ফর্ম তোলা, জমা নেওয়া ও স্লিপ তোলার লাইনেই শুক্রবার ব্যাপক ভিড় হল রায়গঞ্জে ।
তবে সামাজিক দূরত্ব না মেনেই এই লাইন দিয়ে চলছে নিয়ম নীতির কাজ। তবে গ্যাস সিলিন্ডারের দোকানের সামনে এসে গ্রাহকদের লাইন দেখে রীতিমত বিরক্তি প্রকাশ করেন রায়গঞ্জের মহকুমা শাসক অর্ঘ ঘোষ। যদিও বিষয়টি নিয়ে তিনি উদ্ধর্তন কতৃর্পক্ষকে অভিযোগ জানান।
আরও পড়ুনঃ বিধি না মেনে রমরমিয়ে চলা ব্যবসা, বন্ধের উদ্যোগ মহকুমা শাসকের
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনা প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার ঘোষণার পরই ব্যাংক এবং গ্যাসের দোকানে গ্রাহকদের লম্বা লাইন পড়ছে। এর পাশাপাশি ব্যাংক বা গ্যাসের দোকানে আসা অনেক গ্রাহকই এই সামজিক দূরত্ব মানছেন না। তবে, প্রশাসনের তরফে ভিড় নিয়ন্ত্রণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584