সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
শুক্রবার বিধায়কের উপস্থিতিতে খাদ্য সামগ্রীর কর্মসূচি ছিল। কিন্তু সেই কর্মসূচিতে স্বাস্থ্যবিধি ভেঙে জমায়েতের অভিযোগ উঠল। গুসকরা বাসস্ট্যান্ড এলাকায় বাস মালিকদের একটি সংগঠনের উদ্যোগে বাসকর্মীদের মধ্যে দেওয়া হয় খাদ্য সামগ্রী।
আরও পড়ুনঃ গুড ফ্রাইডের প্রার্থনা হবে ভিডিও কলিংএর মাধ্যমে নিদান গির্জার পাদরির
স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্ডার সহ তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তবে উদ্যোক্তাদের দাবি, কয়েকশো কর্মীকে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী। কিন্তু সিপিএম নেতা সুব্রত মজুমদার, বিজেপি নেতা সুশান্ত বিশ্বাস অভিযোগ করেন, স্বাস্থ্যবিধি মানা হয়নি এই কর্মসূচিতে।
পাশাপাশি তাঁদের অভিযোগ, যে সামাজিক পারস্পরিক দূরত্ব মেনে চলার কথা বলা হচ্ছে, বিধায়ক তা মানেনি বরং বিধায়কের উপস্থিতিতে সেই নিয়ম ভাঙা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে উদ্যোক্তাদের তরফে জানানো হয়, প্রথমে কিছুটা সমস্যা হলেও পরে নিয়ম মেনেই সকলের জিনিস নিয়েছেন। পরে একই কথা বলছেন বিধায়ক নিজেও।
এমনকি নির্দিষ্ট দূরত্ব রেখেই সবাইকে দাঁড়াতে বলা হয়েছিল,কিন্তু তা সত্বেও তাঁরা সবাই কাছাকাছি চলে আসছিলেন বলে তাঁর দাবি। যদিও পরে সকলের নিয়ম মেনেই দাঁড়িয়ে ছিলেন বলেও তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584