প্রশাসনের নিয়মকে উপেক্ষা করেই চলছে হাট, বিকিকিনিতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতা

0
112

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

সামাজিক দূরত্বের নিয়ম না মেনে কেনাকাটির হুড়োহুড়ি চলছে মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি সাপ্তাহিক হাটে। প্রতি বৃহস্পতিবার ডুর্যাসের অন্যতম বৃহৎ হাটে দূরদুরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসে। এমনকি প্রতিবেশী রাজ্য ভুটান থেকে অনেক ক্রেতাও নানা সামগ্রী কিনতে আসেন এই হাটে।

gathering | newsfront.co
হাটে ভিড় ক্রেতাদের। নিজস্ব চিত্র

কিন্তু লক ডাউনের ফলে যাতায়াতের সমস্যার জন্য বাইরের মানুষের উপস্থিতি নেই। তবে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান গুলি সকাল থেকেই খুলে যায়।দোকান খোলা যেমন আছে, তেমন আছে ক্রেতাও। কিন্ত অভাব শুধু সচেতনতার।কারণ অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার না করে অবাধে ঘোরাফেরা করছেন।

আরও পড়ুনঃ জেলা জুড়ে গুজব রুখতে রাস্তায় নেমে মাইকিং পুলিশের

এমনকি সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটিতে ব্যস্ত ক্রেতারা। যদিও বেলা ১ টার মধ্যেই দোকানপাট গুটিয়ে ফেলতে হয় ব্যবসায়ীদের। তবে মাঝে মধ্যেই পুলিশ প্রশাসনের নিস্ক্রীয়তা ও অতি সক্রীয়তাও লক্ষ্য করা যায় এলাকায়।যদিও একই দৃশ্য দেখা যায় সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন  ব্যাংকের লাইনগুলিতেও।

সেখানেও গ্রাহকরা মানছেন না সামাজিক দূরত্বের নিয়ম। তবে এ বিষয়ে স্থানীয় বিশিষ্ট সমাজ সেবী অসীম দাস বলেন,কিছু মানুষ এখনও সচেতন নয়। ফলে হাট বাজার গুলিতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। মানুষকে আরও বেশি সচেতন হতে হবে নইলে ভবিষ্যতে বিপদ ঘনিয়ে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here