টানা লকডাউন হওয়ায় নানা অজুহাতে পথে সাধারণ মানুষ, নাজেহাল পুলিশ

0
37

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনা সংক্রমণ রুখতে শুধু নামেই লক ডাউন চলছে। আলিপুরদুয়ার জেলার পূর্ব পশ্চিম সব প্রান্তেই লক ডাউন ভাঙার নজির দেখা গেল এলাকায়। হাটে বাজারে মানুষদের ভিড় উপচে পড়ছে। এমনকি রাস্তা দেখলে মনেই হচ্ছে না রাস্তায় কমপ্লিট সেফটি রেস্ট্রিকশন চালু রয়েছে। এছাড়াও এলাকার প্রতিটি ব্যাংকে টাকা তোলার লাইনে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকরা।

People | newsfront.co
পথে সাধারণ মানুষ। নিজস্ব চিত্র

এদিকে আলিপুরদুয়ার শহরের প্রাণ কেন্দ্র বড় বাজারে চিত্র দেখলে মনে হবে না যে জেলায় সত্যি লকডাউন চলছে। অন‍্য সব দিনের তুলনায় এখন যেন ভিড় বেড়ে গেছে বাজারগুলিতে। ঘণ্টার পর ঘণ্টা মানুষ বাজার ঘুরে জিনিস পত্র ক্রয় করছে । অনেকে আবার শুধুমাত্র বাজারে আসার বাহানা করে, ব‍্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাজারে। এমনকি মানা হচ্ছেনা কোনো রূপ সামাজিক দূরত্ব

Market | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জেলা জুড়ে প্রশাসন সচেতনতার বার্তা দিলেও উল্টো চিত্র হাসপাতাল চত্বরে

যদিও এ নিয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “যে সমস্ত ক্ষেত্রে ছাড় রয়েছে, একমাত্র সেই সব ক্ষেত্রেই ছাড় দেওয়া হচ্ছে। অন্যসব ক্ষেত্রে পুলিশ কড়াকড়ি করছে। এদিন জেলায় লক ডাউন ভাঙার জন্য ১০ জনের ওপরে গ্রেফতার হয়।”

এদিকে গ্যাসের দোকানেও প্রতিদিন মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এমনকি উজ্জ্বলা প্রকল্পে ফ্রী গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে কি না, তা খোঁজ করতেও গ্যাস সাপ্লাইয়ের দোকানে ভিড় করছেন অনেকেই। তবে বলা যেতেই পারে দ্বিতীয় দফার লকডাউনে জনসাধারণকে সামলাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে জেলা প্রশাসনকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here