নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর সুসংহত শিশু বিকাশ প্রকল্পের দফতরের সামনে, সকাল থেকেই ভিড় জমার মত ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। মূলত কেউ রেশন কার্ড, তো কেউ ফর্ম জমা করতে এসেছেন। আবার কেউ বা রেশন কার্ড পায়নি বলে খোঁজ করতে এসেছেন। আর এখানে আগত এইসব মানুষগুলো সামাজিক দূরত্বকে না মেনে,কার্যত লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভিড় করেই দাঁড়িয়ে রয়েছে জায়গায়।
তাই দ্বিতীয় দফাতেও এবার লকডাউন মানাতে এদিন হাটে বাজারে লাঠিচার্জও করতে বাধ্য হল ইসলামপুরের পুলিশ। কিন্তু তাতেও বদল হয়নি ছবিটা। পাশেই রয়েছে বিডিও অফিস।
আরও পড়ুনঃ কর্মীদের ‘ছুটি’ নিয়ে বাইরে যেতে না পারার নির্দেশ, স্বাস্থ্য দফতরের
যদিও এ বিষয়ে খাদ্য দফতরের কর্মী সুব্রত দত্ত জানিয়েছেন, যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও, কেউই সঠিকভাবে সামাজিক দূরত্ব মানছেন না। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য আশ্বাস দিয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584