নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরে যেখানে বর্তমান ভাইরাস সম্বন্ধে নানান কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করছে জেলা প্রশাসন। শুধু তাই নয় সাধারণ মানুষকে এই বর্তমান ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা করার লক্ষ্যে মুখে মাস্ক ও ঘন ঘন হাত ধোয়ার কথাও বলা হচ্ছে।
এছাড়াও একে অপরের থেকে সম দূরত্ব বজায় রাখার বার্তা বিভিন্নরকম ভাবে জন সাধারণকে দিচ্ছে প্রশাসন। কিন্তু সেখানেই পুরো উল্টো ছবি লক্ষ্য করা গেল পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। এদিন হাসপাতালে আসা মানুষজনদের মধ্যে নেই করোনা নিয়ে কোনও সচেতনতা। এমনকি অর্ধেক মানুষের মুখে মাস্কও নেই। এছাড়াও সমদূরত্ব মেনে চলার কোন সচেতনতা নেই হাসপাতাল চত্বরে। আর এমনি ভয়াবহ ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়।
আরও পড়ুনঃ কেন্দ্রের পাঠানো চাল পাচ্ছে না রাজ্যবাসী, অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি সাংসদের
এমনকি এই লকডাউনের মধ্যেও রীতিমতো হাসপাতাল চত্বরে বসেছে দোকান, এমনকি ভাজা হচ্ছে চপ, আর দেদার বিকচ্ছে মশলা মুড়ি। শুধু তাই নয় চপ ও মশলা মুড়ি বানানোর সামগ্রী গুলোকেও রাখা হয়েছে খোলামেলা জায়গায়।
এছাড়া যিনি বিক্রি করছেন তাঁর মুখেও নেই মাস্ক। আর ক্যামেরা দেখতে পেয়ে তড়িঘড়ি মাস্ক পরা থেকে শুরু করে জিনিস ঢাকা দেওয়ার হিড়িক লাগে দোকানে।তাছাড়া হাসপাতালের গেটের সামনে জল ভর্তি করার জন্য ভিড় করেন রোগীর পরিজনরা। তবে এই বিপদের মধ্যেও কবে সচেতন হবে মানুষ, তা নিয়েই উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584