নির্দেশ উপেক্ষা করে রমরমিয়ে বসলো কালিয়াগঞ্জের হাট

0
68

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

সরকারী নির্দেশ ও গ্রাম পঞ্চায়েতের ঘোষণাকে উপেক্ষা করে, সোমবার সকাল থেকে রমরমিয়ে হাট বসল কালিয়াগঞ্জের ধনখোল গ্রামে। কালিয়াগঞ্জ ব্লকের ধনখোল গ্রাম পঞ্চায়েতের এই হাট, প্রতি সোমবারই জমজমাট হাট হয়। করোনা ভাইরাসের সংক্রমণকে ঠেকাতে রাজ্য সরকার এক জায়গায় জমায়েত হতে নিষিদ্ধ করেছে। কিন্তু কে শোনে কার কথা।

Kaliaganj market | newsfront.co
নিয়মকে তোয়াক্কা না করেই চলছে বিকিকিনি। নিজস্ব চিত্র

সরকারের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করে হাট নিষিদ্ধ ঘোষণা করা হয়। কারন হাটে প্রচুর লোকজন আসে। ফলে ঠাসাঠাসি অবস্থা সৃষ্ঠি হয়। বর্তমান সময়ে যখন সামাজিক দূরত্ব বজায় রাখার কথা, সেখানে হাট বসে। ধনখোলে হাট বসেছে এই খবর শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন প্রশাসনের কর্তারা।

আরও পড়ুনঃ লকডাউনের মধ্যেই ট্রাকে হেমতাবাদে ফিরলেন ৭০ জন শ্রমিক, এলাকায় আতংক

গ্রাম পঞ্চায়েতের প্রধানকে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, গত সোমবার ২৩ শে, মার্চ গ্রাম পঞ্চায়েতে সভা, করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সোমবার কোন হাট হবে না। এই সিদ্ধান্ত তারা, মাইকিং করে এলাকায় জানিয়ে দিয়েছিলেন।

তবুও ব্যবসায়ীরা, বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি হাট বসিয়েছে। এ বিষয়ে ব্লকের এক আধিকারিক বলেন, “হাট বসেছে এই খবর পাওয়া মাত্রই, পঞ্চায়েত প্রধানকে হাট বন্ধ করতে বলা হয়। প্রধান হাট বন্ধ করার ব্যবস্থা নেয়। কিন্তু হাট সেভাবে বন্ধ করা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here