নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। কিন্তু রায়গঞ্জের লোকজন এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে। ভিড় জমাচ্ছেন শহরের বিভিন্ন বাজারগুলিতে। দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউন চলছে। মঙ্গলবার থেকে শুরু হবে তৃতীয় দফার লকডাউন। এর মধ্যেই রায়গঞ্জে রাস্তায় নামলেন সাধারণ মানুষ। রাস্তায় চলছে একাধিক যানবাহন।

রাস্তাঘাটে মানুষের জমায়েতের পাশাপাশি বাজারে কেনাকাটার জন্য ভিড় করতেও দেখা যায়। রবিবার দুপুর পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা গ্রিন জ়োনে রয়েছে৷ কিন্তু তাও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সকলকে।
আরও পড়ুনঃ ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখাল স্থানীয়রা
কিন্তু বাস্তবে আজ দেখা যাচ্ছে তার উলটো ছবি। কোনও কাজ ছাড়াই অনেকে বেরিয়ে পড়েছেন রাস্তায়। পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। পুলিশ অবশ্য বিষয়টিকে হাল্কাভাবে নেবেনা বলে জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584