আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলছে বাজার ঘাট

0
52

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

দেখতে দেখতে এক সপ্তাহ শেষ হল এই লকডাউনে। তবে প্রথম কটাদিন মানুষের মনে ভয় দেখা গেলেও, এই কয়দিনের একঘেয়ে জীবন আর কাটাতে চাইছে না মানুষ। কিন্তু, সবার এটা বোঝা দরকার যে আমরা এখনও করোনার সাথে লড়াইতে জিততে পারি নি। বরং ক্রমশ এই জীবন-মরণ যুদ্ধে হারতে বসেছি।

market | newsfront.co
বাজারে ব্যস্ত ক্রেতারা। নিজস্ব চিত্র

তাই পিছিয়ে পরা দিনগুলির থেকেও আরও শক্ত হাতে হাল ধরতে হবে গোটা দেশসহ বিশ্ববাসীকে। কিন্তু তাতে কি? কার্যত, এই আইনকে বুড়ো আঙুল রাজ্যের বেশ কয়েকটি জেলা। কিন্তু সেই সব জেলার মধ্যেও বাদ পরেনি বাঁকুড়াও।

market closed | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অবশেষে ভিন রাজ্য থেকে জেলায় ফিরলো, ৩০ জন কর্মী

এলাকার বিভিন্ন বাজারগুলিতে সকাল থেকেই দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়ছে ভিড়। ঠাসাঠাসি করে পাশাপাশি সংস্পর্শে দাঁড়িয়ে অনবরত চলছে কেনাকাটা। এই অবস্থায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকায় ভুগছে গোটা বাঁকুড়া শহর।

তবে পুরসভার তরফে ইতিমধ্যেই সানঘাট বাজারটিকে স্থানীয় হিন্দু হাইস্কুলের মাঠে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বাকি মনোহরতলা, চক বাজার ও মনোহরতলা বাজার অবস্থা একেবারে তথৈবচ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here