নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনের বন্দিদশা থেকে কিছুটা মুক্তি পেতে ঘুড়ি ওড়ানো বেছে নিয়েছেন মালদহের গাজোলের বিভিন্ন এলাকার মানুষ। করোনার দৌলতে এই সময়ে গাজোলের আকাশ ছেয়ে গেছে নানা রঙয়ের ঘুড়িতে। ঘুড়ি ওড়াচ্ছে আট থেকে আশি সবাই। ঘুড়ি ওড়ানোর জন্য তাঁরা বেছে নিয়েছেন গাজোল রেলস্টেশন সংলগ্ন ফাঁকা মাঠকে।
বর্তমান সময়ে শুধুমাত্র বিনোদনের জন্যই ঘুড়ি ওড়ানো হয়। বিশেষ করে বিশ্বকর্মাপুজোর দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জমে ওঠে ঘুড়ির লড়াই। তবে বৈশাখ মাসে ঘুড়ি ওড়ানোর প্রচলন তেমন একটা নেই।
আরও পড়ুনঃ ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এ স্থান পেল বাংলার সুমন
তবে এখন সকাল থেকেই রেলস্টেশন সংলগ্ন আকাশে উড়ছে বিভিন্ন মাপ ও ডিজাইনের হরেকরকম ঘুড়ি। শুধু দিনের বেলায় নয়, রাতের আকাশেও উড়ছে ঘুড়ি। ঘুড়ির সঙ্গে সংযুক্ত করা হচ্ছে রংবেরংয়ের এলইডি ল্যাম্প। এতে রাতে আলোকমালায় সেজে উঠছে গাজোলের আকাশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584