পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ তার মায়ের দ্রুত আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন খড়্গপুরে

0
103

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্যের পরিবহণ,জলসম্পদ উন্নয়ন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী ও উনার মা শ্রীমতী গায়েত্রী অধিকারী করোনায় আক্রান্ত। উনাদের দ্রুত সুস্থতা ও উনার পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় “আমরা অনুগামী” পরিবারের পক্ষ থেকে যজ্ঞ ও পুজো করা হল খড়্গপুর বুলবুলচটি মা দুর্গা মায়ের মন্দিরে।

Praying | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মা গায়ত্রী অধিকারী কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন মন্ত্রী ও তার মাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ অর্ধেক চালে জাতীয় পতাকা এঁকে রেকর্ড অমৃতার

বিষয়টি শুক্রবার সকালে জানাজানি হলে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাই শুক্রবার সকাল থেকেই বিভিন্ন মন্দিরে শুভেন্দু অধিকারী ও তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে তার অনুগামীরা পুজোর আয়োজন করে।

আরও পড়ুনঃ পরিস্থিতি বিচারে কোয়ারেন্টাইন নিয়মে রাজ্যে রাজ্যে ঘটছে রদবদল

তাই খড়্গপুর শহরের বুলবুলচটি এলাকায় রীতিমতো পুরোহিত দিয়ে নিষ্ঠা সহকারে বুলবুল চটি মা দুর্গা মায়ের মন্দিরে যজ্ঞ ও পুজাের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ও তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের শুভেন্দু অধিকারীর অনুগামীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here