বিদ্যুৎ কর্মীদের ঘিরে বিক্ষোভ চলছে জেলা জুড়ে

0
18

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

আগে নিজের এলাকায় বিদ্যুৎ দাও, তারপর অন্যত্র বিদ্যুৎ মেরামতির কাজে যাও। এমনই দাবিতে বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে এই বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। এই দাবিতে কোথাও হচ্ছে অবরোধ, কোথাও আটকে দেওয়া হচ্ছে বিদ্যুৎ কর্মীদের, আবার কোথাও বিদ্যুৎ কর্মীদের ছাড়াই বিদ্যুৎ -এর খুঁটি এনে কাজ শুরু করে দিয়েছেন এলাকার মানুষ।

storm | newsfront.co
প্রতীকী চিত্র

আমপানের ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি বহু জায়গায়। ফলে যেসব কর্মীদের বাড়ি যেখানে, যেমন দেগঙ্গা বেড়াচাঁপার বাসিন্দা বিদ্যুৎ বন্টন সংস্থার ঠিকা কর্মী জাহিদ কে আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবি আগে এই এলাকার কাজ করে দিতে হবে। মঙ্গলবার সকালে দেগঙ্গার আমুলিয়ায় বেড়াচাঁপা এলাকার ঘটনা। পরে অবশ্য পুলিশ এসে তাকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ পরিবার নিয়ে হোম কোয়ারেন্টাইনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

পাশাপাশি বামনগাছি, দত্তপুকুর, বারাসত সহ বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ কর্মীরা না আসায় স্থানীয় যুবকরা বিদ্যুৎ -এর খুঁটি এনে নিজেরাই মেরামতির কাজ শুরু করেছে। ওদিকে বিভিন্ন জায়গায় পয়সার বিনিময়ে কাজ করে দেওয়ার অভিযোগ উঠছে বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে। দেগঙ্গা বেড়াচাঁপার আনারুল বৈদ্য, নুর মহম্মদ, রাজু শেখদের অভিযোগ টাকা নিয়ে কাজ করছেন বিদ্যুৎ কর্মীরা।

আরও পড়ুনঃ বিধি না মেনেই চলছে শুটিং, হুঁশ নেই প্রশাসনের

নূর মহম্মদ বলেন, “যারা টাকা দিচ্ছে সেই এলাকার কাজ আগে করে দিচ্ছেন বিদ্যুৎ কর্মীরা।” যদিও এ অভিযোগ অস্বীকার করে, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আশাদুল সরদার জানান, লকডাউনের ফলে বিদ্যুৎ কর্মীরা নেই। সে কারণেই কাজে দেরি হচ্ছে।

অনেক রাস্তায় এখনও পড়ে আছে গাছ। ভেঙে আছে বিদ্যুৎ এর খুঁটি। সব কাজ করতে গিয়ে বিদ্যুৎ কর্মীদের অবস্থাও নাজেহাল। বিভিন্ন জায়গায় ছুটছে তারা। এ বিষয়ে জেলা বিদ্যুৎ বন্টন বিভাগের এক কর্তা বুধবার জানান, আমপানে বহু জায়গায় রাস্তায় গাছ পড়ে আছে। গাছ সরিয়ে বিদ্যুৎ -এর তার ঠিক করতে এবং খুঁটির কাজ করতে সময় লেগে যাচ্ছে। অনেক জায়গায় স্থানীয়রা বিদ্যুৎ কর্মীদের সহায়তা করায় কাজ তাড়াতাড়ি এগোচ্ছে। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here