শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুরের প্রধান তিনটি নদীর মধ্যে টাঙ্গন ও পুনর্ভবা নদীর জল এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। অপরদিকে জল বেড়েছে আত্রেয়ীতেও। যদিও আত্রেয়ী নদীর জল বিপদসীমার নিচে রয়েছে, তবুও বালুরঘাট শহরের আত্রেয়ী কলোনীতে জল ঢুকতে শুরু করেছে।
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার কিছু অংশ এবং বংশীহারীর বিস্তীর্ণ অঞ্চলের চাষের জমি টাঙ্গন নদীর জলে প্লাবিত হয়েছে। পুনর্ভবা নদীর জল বিপদসীমার ওপরে রয়েছে। পুনর্ভবা নদীর জলে গঙ্গারামপুর পুরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলমগ্ন। পাশাপাশি তপন ব্লকের বেশ কিছু চাষের জমি প্লাবিত হয়েছে।
অপরদিকে আত্রেয়ী নদীর জল এখনও বিপদসীমার নিচে থাকলেও, এদিন আত্রেয়ীর জল বেড়ে যাওয়ায় বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বালুরঘাটের আত্রেয়ী কলোনি ইতিমধ্যেই জলমগ্ন। সমস্যায় পড়েছেন সেই এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা পাকা না হলে বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি
জেলা সেচদফতর সূত্রে জানা গিয়েছে, আত্রেয়ী নদীর জল বাড়ছে, তবে তা বিপদ সীমার নিচে রয়েছে।অপরদিকে জেলার পুনর্ভবা ও টাঙ্গন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584