নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বেহাল রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে নানান সমস্যার মুখে পড়তে হয়েছে গ্রামের মানুষের। ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।

অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের গোয়ালাপুকুর বাজার থেকে শীলাখালি পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় পড়ে রয়েছে।
আরও পড়ুনঃ খরবায় বন্যা দুর্গত মানুষদের পাশে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ
এদিন ক্ষিপ্ত হয়ে বাসিন্দারা পথ অবরোধ করলে ঘটনাস্থলে আসে ভগবানপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। তবে তারা জানিয়ে দিয়েছে, আগামীদিনে এই বেহাল রাস্তা সারাই না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584