নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আমপানে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির প্রতিবাদে মহিষাদলে পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের নাটশাল-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পূর্ব শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েত সদস্যা নমিতা দাস নিজের দুই ছেলের নামে আমপানের ক্ষতিপূরণের টাকা নেন বলে অভিযোগ উঠেছে। প্রিয়জনের নামে আমপানের টাকা নেওয়ার প্রতিবাদে কয়েকশো গ্রামবাসী পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে।
গ্রামবাসীদের অভিযোগ, ‘আমপানের টাকা নিজের ছেলে, দলের কর্মীদের দিয়েছেন। প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা কিছুই পাননি।অবিলম্বে সমস্ত টাকা ফেরত দিতে হবে। প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদের দেওয়ার ব্যবস্থা করা হোক। না হলে আগামীদিন বৃহত্তর আন্দোলনে নামব আমরা।’
আরও পড়ুনঃ আজ থেকে মালদহে কঠোর লকডাউন
যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত সদস্যা নমিতা দাস। তার পাল্টা অভিযোগ, তাকে বদনাম করার জন্যই এমনটা করছে এলাকাবাসী। যদিও এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584