নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর। শুক্রবার সুপার সাইক্লোন আমপানের ঝড়ে ক্ষতিপূরণ ও স্বজন পোষণের অভিযোগে এগরা- বাজকুল রাজ্য সড়কের পটাশপুর ১ নম্বর ব্লকের মতিরামপুর এলাকায় শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্ৰামের বাসিন্দারা।
এই ঘটনার খবর পেয়ে পটাশপুর ২ নং পঞ্চায়েতের সভাপতি চন্দন সাউ ঘটনাস্থলে এলে বিক্ষোকারীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।এরপর পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও এগরা মহকুমার পুলিশ আধিকারিক সেখ আকতার আলি ঘটনাস্থলে এলে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুনঃ মালদহে করোনায় মৃত্যু এক বৃদ্ধের, আক্রান্ত পঞ্চায়েত সমিতির সভাপতি
এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। তবে এই ঘটনার জেরে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশকর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা,পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584