লকডাউনে জেরে বন্ধ রাস্তার কাজ, যাতায়াতে চরম ভোগান্তি বাসিন্দাদের

0
24

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহের কয়েকটি গ্রামে ঢালাই রাস্তা তৈরির জন্য মাটি কাটার কাজ শেষ। বাকি ছিল শুধু ঢালাইয়ের কাজ। তবে লকডাউনের জেরে এখন সেই রাস্তার কাজ অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। তার উপর আবার বৃষ্টির জল জমে কর্দমাক্ত রাস্তা এখন যেন চলমান বিভীষিকা।

Road condition | newsfront.co
রাস্তার বেহাল দশা। নিজস্ব চিত্র

সাইকেল তো দূরস্ত, রাস্তা দিয়ে হেঁটে চলাই দায় হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের। রাস্তার এতটাই খারাপ পরিস্থিতি যে, জমির ভুট্টা ঘরে তুলতেও পারছেন না চাষীরা। তবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অর্ধসমাপ্ত রাস্তার জেরে চরম দুর্ভোগে পড়েছেন, পুরাতন মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রায় দশটি গ্রামের হাজার কুড়ি বাসিন্দা।

আরও পড়ুনঃ মাথাভাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনে উদ্ধার পঙ্খীরাজ সাপ, চাঞ্চল্য

জানা যায়, গ্রামগুলির সঙ্গে যোগাযোগকারী বেশ কিছু রাস্তা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে সেই কাঁচা সড়কগুলিই ঢালাই করার কাজ শুরু হয়েছিল। তবে করোনা আবহে মাঝ পথেই বন্ধ হয়ে যায় রাস্তা নির্মাণের কাজ। তাই লকডাউন না ওঠা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই বলে জানান স্থানীয়রা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here