লকডাউনে বন্ধ বাস ও গাড়ি, রোগীরা যেতে পারলেন না হাসপাতালে

0
42

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

রাজ্যে এমনও কিছু মানুষ আছে, যাদের হয়তো প্রতি সপ্তাহতেই ডায়ালিসিসের জন্য শহরের বাইরে ছুটতে হয়। কিংবা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গিয়ে নিয়মিত চেকআপ করতে হয়। এই লকডাউন চলাকালীন সমস্যায় পড়েছেন তাঁরাও। কারণ চরমভাবে বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। একই সাথে নেই কোন বাস, কোন গাড়ি। একমাত্র রোগীদের জন্য অ্যাম্বুলেন্সই একমাত্র ভরসা।

bus stand | newsfront.co
বাসস্ট্যাণ্ডে অপেক্ষা। নিজস্ব চিত্র

কিন্তু শুধু মাত্র চেকাপের জন্য আলাদা ভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করে যাওয়াটাও যথেষ্ট ব্যয় সাপেক্ষ। সে ক্ষমতা হয়তো অনেকেরই নেই। বুধবার সকালে এমনই একটি ছবি দেখা গেল ইসলামপুর বাস টার্মিনাসে।

আরও পড়ুনঃ করোনা ও লকডাউনের জেরে বন্ধ ৪৫ বছরের বাসন্তীপূজো

কয়েক ঘণ্টা বাসস্ট্যাণ্ডে যেমন ডায়ালিসিসের এক রোগী দাঁড়িয়েছিলেন, তেমনি অপর দিকে অন্য একজন বেসরকারি নার্সিংহোমে যাওয়ার জন্য স্ট্যাণ্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিলেন। রাস্তায় বেরিয়ে তারা রীতিমতো হতাশ।

এ ধরনের সমস্যার সমাধান কিভাবে সম্ভব হবে, তা জানা নেই তাদের। তবে জেলা স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলে জানা গেল, “এ বিষয়ে ব্লক প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে কিংবা পুরসভার চেয়ারম্যানও এগিয়ে আসতে পারেন। তবে প্রশাসনিকভাবে এলাকার বাসিন্দাদের কাছে অনেক রকম বার্তা দেওয়া হলেও সেখানে এ ধরনের বিষয়গুলো তেমন ভাবে উঠে আসেনি। আর তাই কি করবেন বুঝে উঠতে পারছেন না তাদের মতন অনেকেই”।

আরও পড়ুনঃ দেশে লকডাউন থাকা সত্ত্বেও ভিড় বাজারে, দেখা নেই প্রশাসনের

অপরদিকে গোয়ালপোখরের বাসিন্দা সনাতন সরকার বলেন, “তার চিকিৎসার জন্য জরুরী পরিস্থিতিতে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে যাওয়া প্রয়োজন। কিন্তু তিনি যেতে পারছেন না। অ্যাম্বুলেন্স ভাড়া করে যাওয়ার মতন আর্থিক সামর্থ্য নেই। কি ভাবে আদৌ সম্ভব তাও, তার জানা নেই”। একইভাবে তার মতন হতাশ অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here