কুর্নিশে কানেতালা, আওয়াজে নাজেহাল আমজনতা

0
166

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

রবিবার “জনতা কারফিউ” চলছে দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস থেকে দেশবাসীকে সাবধানতার স্বার্থে এইদিন সকলকে বাড়ীর মধ্যেই থাকার নির্দেশ দেন। একত্রিত না হওয়ার কথা জানান। কিন্তু আবশ্যিক ক্ষেত্রে যারা আছেন তাদের তো যেতেই হবে। প্রতিটি রাজ্যের রাজ্য সরকারকে নেতৃত্ব দেন মানুষকে সচেতন করতে।

people celebrate janata curfew | newsfront.co
বহরমপুর। নিজস্ব চিত্র

আজ আমাদের সমাজের সেই সমস্ত মানুষ মূলত যারা সেবায় নিয়োজিত ডাক্তার, হোম ডেলিভারীর লোকজন, পুলিশ, সাফাইকর্মী, মিডিয়া কর্মী, সরকারী কর্মচারী, রেলওয়ে, অটো, বাস পরিবহনকারী কর্মী নিজেদের সংক্রমনের চিন্তা না করে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হন। মানুষকে সচেতন করতে নানান কর্মসূচির কথা তুলে ধরেন।

নিজস্ব চিত্র

তাই প্রধানমন্ত্রীর নির্দেশ সকলে সকলের জন্য রবিবার ‘জনতা কারফিউ’ পালনের পাশাপাশি বিকেল ৫ টা নাগাদ ৫ মিনিট হাততালি, ঘন্টা, কাসর, ঢোল, থালা, শঙ্খ বাজিয়ে তাদের কাজকে অভ্যর্থনা জানাতে বলেন৷ বন্ধের দিনও মানুষকে দফতর যাওয়ার নির্দেশ থাকে। কিন্তু আজ ভারতবাসী এক নজিরবিহীন ঘটনায় নিজেদের সামিল করলেন। আজ সারাদিন সমস্ত দোকানপাট, বাজার সব কিছু বন্ধ ছিল।

people celebrate janata curfew | newsfront.co
বহরমপুর। নিজস্ব চিত্র
people celebrate janata curfew | newsfront.co
বহরমপুর। নিজস্ব চিত্র
people celebrate janata curfew | newsfront.co
নিজস্ব চিত্র
people celebrate janata curfew | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বালিগঞ্জে আক্রান্ত যুবকের পিতা-মাতা পরিচারিকার দেহে মিললো করোনা পজিটিভ

মানুষ নিজ নিজ ঘরে ছিলেন প্রধানমন্ত্রীর নির্দেশকে সম্মান জানিয়ে। এমনকি বিকেল ৫ টা বাজতেই ছোট ছোট ছেলেমেয়েদের ও বাড়ীর মহিলাদের উৎসাহ ও উদ্যোগ ছিল চোখে পড়ার মতো।

চারিদিক শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢোলের আওয়াজ, ঘন্টা ও থালা বাজিয়ে ছোট থেকে বড় সকলেই সম্বর্ধনা জানালেন দেশের সেবায়তদের। কিন্তু থালা বাসনের আওয়াজে প্রাণ ওষ্ঠাগত আমজনতার মানুষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here