নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২নং ব্লকের ৯নং পিঁয়াশালা অঞ্চলের হুমগড় থেকে বীরবান্দি গ্রাম পর্যন্ত গ্রামবাসীদের দীর্ঘ দিনের দাবি গ্রামবাসীর পাকা রাস্তা তৈরি করার,সেই লক্ষ্যে বারে বারে প্রশাসনের দরবারে হাজির হয়েছেন গ্রামবাসীরা,কিন্তু বারবারই শূন্যহাতে ফিরেছেনতাই এবার আসন্ন লোকসভা নির্বাচনের বয়কটের ডাক দিয়েছে স্থানীয় বাসিন্দারা।
গ্রামের এ প্রান্ত থেকে ওপ্রান্ত চারিদিকে পোস্টার লাগিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছে তারা।গ্রামবাসীদের বক্তব্য, বর্ষাকালে পথ চলতে সমস্যা হয়ে দাঁড়ায়,এমনকি বাজারঘাট থেকে শুরু করে ছাত্রছাত্রীরা স্কুল ও কলেজে যেতে বহু সমস্যার সম্মুখীন হতে হয়,শুধু তাই নয় গ্রামে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কোনও গাড়ি আসতে চায় না গ্রামে।
আরও পড়ুনঃ মন্ত্রীর লিখিত চাকরির আশ্বাস ছাড়া ভোট বয়কটে অনড়
এই নিয়ে বহু দুঃখের পরিস্থিতি গ্রামবাসীদের সহ্য করতে হয়,এই নিয়ে বহুবার বিক্ষোভ করলেও শুধু আশ্বাসের কথা শুনেই বাড়ি ফিরতে হয় তাদের।এবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্যই গ্রামের মোট ১২০০ ভোটার একযোগে ভোট বয়কটের সিদ্ধানে অনড়।আর এতেই অস্বস্তির মুখে প্রশাসন।
এবিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে যোগাযোগ করা হলে,সমষ্টি উন্নয়ন আধিকারিক স্বপন কুমার দেব জানান,ভোট ঘোষনা হয়ে গিয়েছে,এই অবস্থায় নতুন করে রাস্তা তৈরি করার পরিকল্পনা করা যাবে না।আমারা বিষয়টি সহনাভুতির সঙ্গে দেখছি। ভোট পেরোলেই নতুন করে রাস্তার জন্য পরিকল্পনা করা হবে।গ্রামবাসীরা যাতে ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে তার জন্য তাদের বোঝানোর কাজ করা হবে প্রশাসনিক ভাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584