সুদীপ পাল, বর্ধমানঃ
করোনার জেরে মাস্ক এবং হ্যান্ডস্যানিটাইজার অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বর্ধমানে মাস্ক মিলছে না যদিওবা মিলছে দাম দিতে হচ্ছে অনেক বেশি। চাহিদার তুলনায় যোগান কম থাকায় হ্যান্ড স্যানিটাইজারেরও আকাল দেখা দিয়েছে। এমত অবস্থায় রুমালে ভরসা রাখছেন অনেকেই।
দুর্গাপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষ জানান, হাঁচি কাশি ইত্যাদি নানা সংক্রমণের হাত থেকে বাঁচতে অনেকেই মাস্ক পড়েন। কিন্তু এই মাস্কগুলি সার্জিকাল মাস্ক নামে পরিচিত। করোনার ক্ষেত্রে পরতে হবে এন৯৫ মাস্ক। কিন্তু বর্তমানে বাজারে তা অমিল। রবীন্দ্রনাথবাবু জানান, যে মাস্কের দাম ১৫ থেকে ২৫ টাকা বর্তমানে ন্যূনতম মূল্য ২৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছে অনেকেই।
কালোবাজারি রুখতে বর্ধমান জেলা প্রশাসন ও দুর্নীতি দমন শাখা শহরের কল্যাণী মার্কেটে ওষুধের পাইকারি বাজারে অভিযান চালিয়েছে ইতিমধ্যেই। দোকানের স্টক পরীক্ষা করে দেখেন তাঁরা। দোকানদারদের পর্যাপ্ত পরিমাণে মাস্ক রাখার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে এবং ন্যায্য মূল্যে বিক্রির জন্য বলা হয়েছে। কোনরকম কালোবাজারির করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584