নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনকে উপেক্ষা করেও বাজারে উপচে পড়ল মানুষের ভিড়। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভাটোল ও রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জ এলাকায়। এদিন এখানে সামাজিক দূরত্বকে শিকেয় তুলে বাজারে ভিড় জমান ক্রেতারা।
এমনকি এদিন সকাল থেকেই রায়গঞ্জের মাছের ও সবজি বাজারের ছবিটাও একই রকম ছিল। অন্যদিকে সংক্রমণের হাত থেকে রক্ষা পাবার জন্য রীতিমতো সামাজিক দূরত্ব বজায় রাখতে ভাটলের সবজি বাজারের স্থান বদল করে, এলাকারই এক ফুটবল খেলার মাঠে করা হয়। এদিন সেখানেও সরকারি বিধি নিষেধের তোয়াক্কা না করে, বাসিন্দারা ঠেসাঠেসি করে বাজারে বিকিকিনি করে।
আরও পড়ুনঃ কালবৈশাখীর দাপটে নষ্ট জমির ফসল সহ ভাঙলো বাড়ি, দুশ্চিন্তায় জেলাবাসী
যদিও এই বিষয়ে সুভাষগঞ্জের ব্যবসায়ীরা জানান, নিয়ম মেনে এদিকে সকাল ১১টার মধ্যে বাজার বন্ধ করে দিতে হচ্ছে। তাই হুড়োহুড়ি করে একসঙ্গে সবাই চলে আসার ফলে সমস্যা হচ্ছে। তবে অপরদিকে রায়গঞ্জের মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ জানান, “লকডাউনের নিয়ম মানা হচ্ছে কিনা, তা দেখতে প্রতিদিন সকালে প্রায় প্রতিটি বাজার পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি পুলিশ কড়া নজরও রাখছে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584