নিজামুদ্দিন যোগে পশ্চিম মেদিনীপুরের নয়জনকে হোম কোয়ারেন্টাইনে

0
51

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মহামারী নোভেল করোনা ভাইরাসের মোকাবিলায় সারা দেশজুড়ে লকডাউন এর ফলে সমস্ত কিছু বন্ধ রয়েছে। একসঙ্গে ৭ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তা সত্বেও দিল্লির নিজামুদ্দিন দরগায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যে অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন হাজার মানুষ যোগ দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের লকডাউন নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিন দরগায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

police station |newsfront.co
নিজস্ব চিত্র

ওই অনুষ্ঠানে এসে বাড়ি ফিরে গিয়ে কয়েকজন করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যায়। যার ফলে বিষয়টি জানাজানি হওয়ার পর সারা দেশজুড়ে করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গ থেকে ওই অনুষ্ঠানে ৭৩ জন গিয়েছিল বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা যায়। ওই অনুষ্ঠানে যোগ দেওয়া ৯ জনকে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার পুলিশ আটক করে সৎকুই কর্মতীথে হোম কোয়ারেন্টাইনে রেখেছে। দিল্লির নিজামুদ্দিন দরগায় ধর্মীয় অনুষ্ঠানে যোগদান কারীর মধ্যে সাতজন ইন্দোনেশিয়ান এবং দুজন ভারতীয় অনুবাদক। তারা গত ১১ থেকে ১৫ মার্চ দিল্লিতে অনুষ্ঠানে ছিলেন।

আরও পড়ুনঃ সীমান্ত সিল হওয়ায় জেলায় কমেছে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা

তারা ১৭ই মার্চ খড়গপুর শহরে ফিরে আসে। ওই ৯ জন খড়গপুর শহরের তিনটি মসজিদে ছিলেন। এরপর তারা খড়গপুর লোকাল থানার সৎকুই মসজিদে গা ঢাকা দিয়েছে বলে জানতে পারে খড়গপুর লোকাল থানার পুলিশ। বুধবার ওই মসজিদ থেকে ৯ জন কে আটক করে রাখা হয় সৎকুই কর্ম তীর্থ তে তৈরি করা হোম কোয়ারেন্টাইন সেন্টারে। সেই সঙ্গে তাদের ডাক্তারি পরীক্ষা শুরু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর শহর সহ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here