নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার একরুখী গ্রামের রাস্তায় হঠাৎ চোখে পড়ল একটি ময়ূরের। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেলদা থানার জোড়াগেরিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত সাউরি লাগুয়া একরুখী গ্রামে। যার ফলে ময়ূরটি দেখতে বহু মানুষ ভিড় জমায়।
গ্রামবাসীরা ফোন করে বিষয় টি পুলিশকে জানায়। খবর পেয়ে বেলদা থানার জোড়া গেরিয়া ফাঁড়ির পুলিশ একরুখী গ্রামে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয়।পুলিশখোঁজ নিয়ে জানতে পারে সাউরি গ্রামের এক সিআরপিএফ জওয়ান শখ করে বাড়িতে পুষেছিলো দুটি বিরল প্রজাতির ময়ূর।
আরও পড়ুনঃ হঠাৎই আকাশের মুখ ভার করে শিলা বৃষ্টি ফালাকাটায়
তার মধ্যে একটি ময়ুর কোনক্রমে বেরিয়ে পড়ে গ্রামের রাস্তায়। ইতিমধ্যেই ময়ূর টিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বনদফতরের কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিভাবে বন্যপ্রাণ আইন ভেঙে বাড়িতে ময়ূর পুষছে তা নিয়ে উঠছে প্রশ্ন! তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ ও বনদফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584