সজীবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ডোমকল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ভাতশালা মন্ডলপাড়া গ্রামে আদিবাসীদের বসবাস ছিল বহু বছর ধরে। তবে ছিল না, শহরের আর সমস্ত বাড়ির মতো ইলেকট্রিক ব্যবস্থা। ডোমকল আলোর শহর হলেও। এই সমস্ত আদিবাসীরা ছিল অন্ধকারেই। বাড়িতে ছিল না কয়েক দশক ইলেকট্রিকের ব্যবস্থা।
তারা বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানানোর পরেও ইলেকট্রিক সমস্যা পিছু ছাড়েনি। এমন সময় লোক মারফৎ তারা খবর পায় যে তাদের এই অসুবিধার কথা ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরীর কাছে পৌঁছলে কিছু ব্যবস্থা হলেও হতে পারে। তাই আর দেরি না করে তারা দেখা করেন আধিকারিকের সাথে। হলও তাই, ফারুক মোহাম্মদ চৌধুরীর প্রচেষ্টায় বিদ্যুৎ পরিষেবা দিতে ইলেকট্রিক খুঁটি বসানোর কাজ কিছুদিন আগেই শেষ হয়।
আরও পড়ুনঃ বড়ঞাতে নাবালিকা কিশোরীর বেআইনিভাবে বিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের বিরুদ্ধে
আজ মঙ্গলবার আদিবাসী পাড়ায় ইলেকট্রিক পরিষেবার কানেকশন করা হয়। বিদ্যুৎ পরিষেবা পেয়ে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহ আপ্লুত সকলেই। আজ শুভ উদ্বোধন করলেন ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী, ইলেকট্রিক ডিভিশনাল অফিসার স্বপন কুমার মন্ডল সহ আরো অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584