দক্ষিণ ২৪ পরগনা, শান্তনু পুরকাইতঃ
হুগলি নদীতে হঠাত আসে হড়কা বান। এই বানের জেরে জখম হয়েছে ৬ থেকে ৮ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক দু’জনের অবস্থা।
দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত বালুরঘাটে হুগলি নদীতে বুধবার রাতে কালিঠাকুর নিরঞ্জন পর্ব চলছিল। ঠিক সেই সময়ে হঠাত বান আসে নদীতে। ফলে নদীর ঘাটে থাকা ৭-৮ জনকে ভাসিয়ে নিয়ে যায়।
আরও পড়ুনঃ জলঙ্গীতে নির্মীয়মাণ ফাঁকা বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত ৩
চিৎকার-চেঁচামেচি শুনে থানার পুলিশ ছুটে আসে। উদ্ধারের কাজে হাত লাগায় পুলিশ। পাশাপাশি পুলিশকে সাহায্য করতে হাত লাগায় প্রতিমা নিরঞ্জনে আসা বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও স্থানীয়রা।
দীর্ঘক্ষণ ধরে খোঁজার পর তাদের না পাওয়া গেলেও কিছুদূরে ৫-৬ জনকে উদ্ধার করা হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হয়।
ফলে চিকিৎসকরা তাদের অন্যত্র স্থানান্তরিত করেন। আহতদের মধ্যে কারও হাত ভেঙেছে, কারও আবার পা। তবে এক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584