এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ, আতঙ্কে বাসিন্দারা

0
25

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

বিনপুরের মালাবাতীর জঙ্গল লাগোয়া এলাকায় অজানা জন্তুর আতঙ্ক ছড়ানোয় সুন্দরবন থেকে আনা হল বাঘ বিশেষজ্ঞদের একটি প্রতিনধি দলকে।

অজানা জন্তু না বাঘ তা খতিয়ে দেখছে বিশেষজ্ঞদের দল। জন্তুটিকে ধরার জন্য জঙ্গল লাগোয়া কংসাবতী ক্যানেলে খাঁচাও পাতা হয়েছে। খাঁচায় টোপ হিসেবে রাখা হয়েছে একটি ছাগল।

cage | newsfront.co
জন্তু ধরার জন্য পাতা খাঁচা। নিজস্ব চিত্র

তবে বাঘের আতঙ্ক ছড়ালেও বন্য জন্তুটি বাঘই কি না, তা এখনও বন দফতর নিশ্চিত করতে পারেনি। অজানা জন্তুটির হদিশ পেতে জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মেদিনীপুরে পরিবহণমন্ত্রীর শহীদ স্মরণ

এদিকে এলাকায় অজানা জন্তুর আতঙ্কের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। তাদের সচেতন করার জন্য মালাবতী জঙ্গল লাগোয়া আশেপাশের জঙ্গলগুলিতে শুরু হয়েছে মাইকিং।

ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হেলোইচ্চি বলেন, সুন্দরবন থেকে চারজন কর্মী এসেছেন। এ দিন একটি খাঁচা পাতা হচ্ছে। ট্র্যাপ ক্যামেরা এলে তা লাগানো হবে।

কিসের পায়ের ছাপ, সে বিষয়ে পরিষ্কার না হলেও আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না। সাধারণ মানুষজন এবং বাঘের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।

আরও পড়ুনঃ তিন হাজার শ্রমিককে সামাজিক সুরক্ষা যোজনায় অনুদান মুর্শিদাবাদে

এ দিন সকাল থেকেই সুন্দরবনের চারজন বাঘ বিশেষজ্ঞ জঙ্গলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। সুন্দরবন থেকে আনা হয়েছে বাঘ ধরার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ও খাঁচা।

এ দিন বিকেলে পাতা হয়েছে একটি খাঁচা। গ্রামগুলিতে বাঘের ছবি দেখিয়ে এ দিন গ্রামবাসীদের সচেতন করে একটি স্বেচ্ছসেবী সংস্থা। কাঁকো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাইকিংও করা হয়।

এ দিন বন দফতরের পাশাপাশি বিনপুর থানার পুলিশও বাঘ নিয়ে মানুষজনের কাছে সচেতনতা প্রচার চালায়।

এডিএফও আশিস মণ্ডল বলেন, জন্তুটি কী, তা এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না। সুরক্ষার জন্য খাঁচা পেতে রাখছি। গ্রামবাসীদের সর্তক করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here