নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজেদের মাতৃভাষায় পঠন-পাঠনের দাবিতে আলিপুরদুয়ারের পথে নামলেন বোড়ো রাভা, টোটো গারো ওরাও সাঁওতাল সহ বিভিন্ন জনজাতির মানুষেরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই বিভিন্ন জনজাতির মানুষদের পদযাত্রা আলিপুরদুয়ার শহরে শোরগোল ফেলে দিয়েছে। উল্লেখ্য, মিনি ভারতবর্ষ বলে পরিচিত উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে ৫৬ জন জাতির মানুষের বাস। এই ৫৬ জনজাতির মানুষদের প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব ভাষা রয়েছে।
স্বাধীনতার এত বছর পরেও এই জনজাতির মানুষদের কেউ এখনও পর্যন্ত মাতৃভাষায় পড়াশোনার সুযোগ পাননি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই কারণে বিভিন্ন জনজাতির মানুষদের দাবি তাদের মুখের ভাষা, মায়ের ভাষায় পড়তে দেওয়া হোক।
আরও পড়ুনঃ হিলি সীমান্তে পালিত হল মাতৃভাষা দিবস
রবিবার বিভিন্ন জনজাতির মানুষেরা তাদের মাতৃ ভাষার স্বীকৃতির দাবিতে আলিপুরদুয়ারের অসম গেট থেকে শোভাযাত্রা বের করেন। এই শোভা যাত্রা গিয়ে পৌঁছায় আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাইস্কুলে।
সেখানে বিশিষ্ট জনের উপস্থিতিতে জন জাতির মানুষদের ভাষা স্বীকৃতির দাবিতে সভা হয়। সভা মঞ্চ থেকে প্রকাশ্যে সকলেই জনজাতির মানুষদের ভাষায় পঠন-পাঠনের দাবি তোলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584