সুন্দরবনের জনসাধারণ চাইছে উন্নয়ন

0
53

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Residence of sundarban wants development
নিজস্ব চিত্র

ডাঙায় বাঘ জলে কুমীড় নিয়ে বাস সুন্দরবনবাসীর।স্বাধীনতার পর চাওয়া পাওয়া নিয়ে অভিযোগ,পাল্টা অভিযোগে সরব হয়েছে সুন্দরবনের মানুষজন।মথুরাপুর লোকসভার আটটি ব্লকের লক্ষাধিক মানুষের বাস।এই লোকসভায় মোট ভোটার ১৬ লক্ষ ৪৯ হাজার ৯৫৩ জন।এদের মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৫১ হাজার ৩৭৬ জন ও স্ত্রী ভোটার রয়েছে ৭লক্ষ ৯৮ হাজার ৫৪৯ জন।বুথ সংখ্যা ১৮৭২টি।পোলিং ১৮৪৮ টি।

Residence of sundarban wants development
নিজস্ব চিত্র

সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া মানুষের জীবিকা চাষ আবাদ।শিক্ষার মান প্রায় ৮৫ শতাংশ।তবে এরা আজও বঞ্চিত চাওয়া পাওয়া থেকে।সমস্যার কথা শোনা যায় কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বেশির ভাগ গ্রামে।এই পঞ্চায়েতের ২৩টি গ্রামে আজও অভাব অনঠনে দিন কাটে বেশির ভাগ মানুষের।

Residence of sundarban wants development
নিজস্ব চিত্র

কোথাও রাস্তাঘাটের সমস্যা,কোথাও বা ফেরিঘাট নিয়ে অভিযোগ।কেউবা সরকারী ঘর নিয়ে স্বজন পোষনের আঙুল তুলেছেন।মথুরাপুর লোকসভায় আজও অনেক মানুষ অভাবের তারনায় দিন যাপন করেন।দু’টাকা কিলো চাল না পেয়ে আধপেটা খেয়ে বঞ্চিত অনেকে।

Residence of sundarban wants development
গৌরি বেরা ( এলাকাবাসি )। নিজস্ব চিত্র

গোবিন্দরামপুর,পৈলাঘেরী,বামানগর , রথতলা,শীতলা,সাইকেল মোড়,হরিপুর মথুরাপুর লোকসভার প্রত্যন্ত গ্রাম।২০০৯ সালে ত্রিস্তর পঞ্চায়েতে দখল নেয় তেভাগা আন্দোলনের কাকদ্বীপ ভুমি।২০১১ সালে কাস্তে হাতুরিকে দুরমুস করে ঘাসফুল শিবির আসে ক্ষমতায় । পালাবদলের পর উন্নয়নের দিশারী দেখায় মথুরাপুর লোকসভায় তৃনমূল। চাওয়া পাওয়া নিয়ে উন্নয়নের পাথেয় করে আবারো মসনদ নিতে মরিয়া তৃনমূল শিবির।তৃনমূলের চৌধুরী মোহন জটুয়া চতুর্মুখী লড়ায়ে কাউকে বিরোধী হিসাবে নিচ্ছেনা বলে দাবি তৃনমূল নেতা সুপ্রকাশ বেরার।অন্যদিকে শাসকের শাসানি স্বজন পোষন তোষন দুর্নীতি বিরুদ্ধে লড়ছে বিজেপি।বিজেপি প্রার্থী শ্যামাপদ হালদারের সর্মথনে প্রচারে নেমেছেন কর্মী সর্মথকেরা।কেন্দ্রে আবারো বিজেপি মসনদ দখল করতে সুন্দরবনকে হাতাচ্ছে বিজেপি শিবির।একই অবস্থা কংগ্রেস ও সিপিএমেরও ।সিপিএম প্রার্থী শরৎচন্দ্র হালদার ও কংগ্রেস প্রার্থী কৃর্তিবাস সর্দার শাসকের বিরুদ্ধে পথে নেমেছেন।

আরও পড়ুনঃ নিশ্ছিদ্র নিরাপত্তায় মুর্শিদাবাদে মনোনয়নপত্র জমার সূচনা

Residence of sundarban wants development
সুপ্রকাশ বেরা তৃণমূল নেতা। নিজস্ব চিত্র

সময় নষ্ট না করে আদাজল খেয়ে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। ভোটের মুখে সমস্ত রাজনৈতিক দলের দেখা মিললেও,বছরের অন্যান্য দিন দেখা মেলা দায় হরে পরে তাদের।তাই ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের একটাই আর্জি।আর স্বজন পোষন নয় এবার চায় কাজ,চায় উন্নয়ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here