করোনা হাসপাতাল গড়ে ওঠার প্রতিবাদে বিক্ষোভ

0
23

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালটিকে করোনা হাসপাতাল লেভেল – ৪ হিসেবে গড়ে তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে। জেলাবাসীর স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে, রাজ্য ও জেলা প্রশাসনের পক্ষ থেকে। নিয়ম করে সেই কাজের তদারকি করতে ব্যস্ত জেলা স্বাস্থ্য ভবন ও প্রশাসনিক আধিকারিকরা।

police force | newsfront.co
নিজস্ব চিত্র

আজও ওই হাসপাতাল পরিদর্শন ও কাজের অগ্রগতির বিষয়ে আলোচনা করতে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল ও অন্যান্য আধিকারিকরা। ছিলেন, শালবনীর বিডিও সঞ্জয় মালাকার সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। সেই সময়ই স্থানীয় এলাকার প্রায় শতাধিক মহিলার নেতৃত্বে বিক্ষোভ দেখানো শুরু হয়।

Chaos | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পোস্ট অফিসে পরিষেবা স্বাভাবিকের দাবিতে আন্দোলনে বামেরা

করোনা হাসপাতাল গড়ে ওঠার প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। জেলার স্বাস্থ্য কর্তা ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই বিক্ষোভ এখনও চলছে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা চলছে এবং তাদের বক্তব্য শোনা ও সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানা গেছে। শালবনী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত আছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here