নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দইয়ের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা আমজনতার। খাবারের মেনু থেকে কদিনের জন্য বাদ পড়েছে মাংস। তা সে মুরগি হোক বা খাসি। কোন মতেই খাদ্য তালিকাতে রাখতে নারাজ খাদ্যপ্রেমীরা।এই আতঙ্কের জেরে ক্রমেই দর বাড়ছে এঁচোড়ের।
শুধু দর বাড়ছে তা কিন্তু নয়, একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে চাহিদাও। করোনা আতঙ্কে চিকেন, মাটন থেকে মুখ ফিরিয়েছে ভোজনরসিক মানুষ। তাই বাজারে এখন ব্যাপক চাহিদা এঁচোড়ের।
আরও পড়ুনঃ জল জমা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা, এলাকা পরিদর্শনে পুরসভার ভাইস চেয়ারম্যান
শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেটে এমনটাই দাবি করল বিক্রেতারা।স্বাস্থ্য দপ্তরের তরফে মুরগির মাংস নিয়ে আশ্বাস বাণী শোনানোর পরেও, মুরগি কিংবা খাসি মাংসের আশেপাশেও যাচ্ছে না ক্রেতারা।
আর এতেই লক্ষী লাভ হচ্ছে এঁচোড় বিক্রেতাদের। তবে যাই হোক করোনা ভাইরাসের জেরে যে আতঙ্কিত গোটা দেশবাসী তা বলাই বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584