ঘাটালের বিধায়কের বাড়ির সামনে সাধারণ মানুষের বিক্ষোভ

0
55

নিজস্ব সংবাদদাতা,ঘাটালঃ
এলাকায় উন্নয়ন হচ্ছে না,এই অভিযোগ নিয়ে সাত সকালেই ঘাটাল শিমুলিয়া এলাকার কিছু মানুষ ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই এর বাড়িতে যান তাদের বিধায়কের সাথে দেখা করে তাঁকে ডেপুটেশন দিতে কিন্তু ওই মানুষজনদের অভিযোগ,তাদের বিধায়ক শঙ্কর বাবু তাদের সাথে অভব্য ব্যবহার করেছেন।নিজেদের বিধায়কের কাছে প্রহৃত হওয়ায় ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের বাড়ির সামনেরই রাস্তায় শতাধিক মানুষ সকাল থেকেই পথ অবরোধ করে ধর্নায় বসেছে।তাদের দাবি বিধায়কে নিজের ভুল স্বীকার করে তাদের এলাকার যাবতীয় কাজ দ্রুত শুরু করতে হবে এবং কথা দিতে হবে দলের কাজের থেকে জনগনের সামগ্রিক উন্নয়নে তিনি এবার থেকে মন দেবেন।

নিজস্ব চিত্র

তবে বিধায়ক সাফ জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন।কারও সাথেই কোনো খারাপ আচরণ করা হয়নি।তিনি বলেন,পর পর কাজ হয়ে আসছে।একে একে সব কাজই হবে। একসাথে সব কাজ করা কখনই কোনো সরকারের পক্ষে সম্ভব নয়।ঘাটাল এলাকার সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার এই ক বছরেই যা যা করেছে বিগত সরকার তার বিন্দুমাত্রও করেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here