নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের দুর্দিনে সংসারের রোজগারের জন্য নিজেদের পেশা বদলে অনেকেই মাস্ক বিক্রি শুরু করেছেন। জেলার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে কিংবা বাজারের এক কোণে হাতে মাস্ক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অনেককেই।
যেমন, চাকুলিয়ার শিমুলিয়ার বাসিন্দা সাবির আলম পেশায় দর্জি। লকডাউনের মধ্যে এখন হাতে কোনও কাজ নেই। তাই এখন তিনি মাস্ক বিক্রেতা। নয়ানগড়ের পিন্টু ঘোষ বিকেলে ঝালমুড়ি ও সকালে ছাতু বিক্রি করে তাঁর সংসার চালাতেন। এখন মাস্ক বিক্রি করছেন। এই মাস্ক খুব ভালো না হলেও বাতাসের ধুলা বালি আটকানোর মতো।
আরও পড়ুনঃ চন্দ্রকোনা রোডে দরিদ্র পরিবারগুলির পাশে ক্ষুদ্র ব্যবসায়ী
একদিকে মানুষের কাছে মাস্ক আসছে অন্যদিকে অনেকে এই ব্যবসা করে দুই পয়সা রোজগার করতে পারছেন। বাড়ি থেকে বাইরে বের হলে মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। ফলে সকলেই মাস্ক কিনছেন। বাড়ির প্রতিটি সদস্য পিছু একটি করে মাস্ক কেউ কেউ দুই তিনটিও কিনছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584