নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েও আজ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দশতম কর্মাধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলো। পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে বেশ কয়েক মাস আগে। জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি নির্বাচনও সম্পন্ন হয়েছে পূজোর আগে। তারপর কর্মাধ্যক্ষদের স্থায়ী সমিতি গঠিত হয়। কিন্তু কোন এক অজানা রাজনৈতিক কারণে সেই প্যানেল বাতিল হয়ে যায়। আবার নুতন করে কর্মাধ্যক্ষদের প্যানেল করা হয়।নতুন প্যানেলে নবীন প্রবীনের মিশ্রন ঘটিয়ে অবশেষে জেলা পরিষদের স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় আজ জেলা পরিষদ এর সভাকক্ষে।পুরনদের মধ্যে অনেকের দফতর অদলবদল করা হয়। যেমন গতবারের পূর্ত কর্মাধ্যক্ষ কাজের মানুষ শৈবাল গিরিকে কম গুরুত্বপূর্ণ দফতর বিদ্যুৎ কর্মাধ্যক্ষ করা হয়, অমূল্য মাইতিকে বিদ্যুৎ থেকে খাদ্য,সবচেয়ে প্রবীণ হামিদ কাজিকে বন থেকে দলনেতা (বিরোধী দলের প্রাপ্য), কাবেরী চ্যাটার্জিকে নারী ও শিশু কল্যাণ থেকে উপাধ্যক্ষ,(যা বিরোধী দলের প্রাপ্য)তপন দত্তকে খাদ্য থেকে অধ্যক্ষ (যা বিরোধী দলের প্রাপ্য)। এই নিয়ে দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও তাকে গুরুত্ব দিতে নারাজ জেলা সভাপতি অজিত মাইতি।উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা,বিধায়ক দীনেন রায়, আশীষ চক্রবর্ত্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ কালচিনি পঞ্চায়েতে দফতর নিয়ে হাজির ব্লক প্রশাসন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584