স্থায়ী খাদ্য সুরক্ষা আধিকারিক নিয়োগ উত্তর দিনাজপুরে

0
92

তপন চক্রবর্ত্তী,উত্তর দিনাজপুরঃ

রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার চারটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে খাদ্য সুরক্ষা অফিসার নিয়োগ করা হয় বলে জানান উত্তর দিনাজপুর জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা মঙ্গলবার কর্নজোড়ায় তার দফতরে এক সাক্ষাৎকারে জানান যে,বিগত দিনে উত্তর দিনাজপুর জেলায় খাদ্য সুরক্ষা দফতরের কোন আধিকারিক ছিল না।কখনও মালদহ আবার কোন কোন সময় দার্জিলিং থেকে একজন আংশিক সময়ের আধিকারিক সপ্তাহে একদিন করে আসতেন।ফলে তেমনভাবে কোন কাজ হতোনা।এবার গত সোমবার চার জন খাদ্য সুরক্ষা আধিকারিকের নিয়োগের নির্দেশ বেরিয়েছে উত্তর দিনাজপুর জেলার জন্য।

দফতরে আধিকারিকবৃন্দ।নিজস্ব চিত্র

এই চার জন কাজ করবে মালদহ অথবা দার্জিলিং থেকে সপ্তাহে একদিন করে যে খাদ্য সুরক্ষা আধিকারিক আসেন তাদের অধীনে থেকেই।মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডঃ প্রকাশ মৃধা বলেন রায়গঞ্জ জেলা হাসপাতালের জন্য রাজেশ কুমার শর্মা,কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের জন্য আসছেন ডঃ আমির সোহাইল,ইসলামপুর মহকুমা হাসপাতালের জন্য আসছেন পঙ্কজ কুমার এবং করনদীঘি গ্রামীণ হাসপাতালের জন্য আসছেন স্যানি রায়।এই সব আধিকারিকদের হাসপাতালে দায়িত্ব থাকলেও তারা হাসপাতাল ছাড়াও সেই এলাকার খাদ্যের ভেজালের ব্যাপারগুলো নিয়মিত দেখভাল করবেন।এছাড়াও তারা খাদ্যের লাইসেন্সের সমস্ত ব্যাপারগুলিও দেখবেন বলে জানান।মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন,এখন থেকে বিভিন্ন স্থানে নিয়মিত পরিদর্শনের কাজও তারা করবেন বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here